পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি
পেমেন্ট রিসিভঃ
- কাজের পূর্বে কোন টাকা গ্রহণ করি না।
- অ্যাড পাবলিশ হওয়ার পরে active/ preparing এ চলে যাওয়ার পরে পেমেন্ট নিয়ে থাকি।
- প্রতারণা এড়াতে কাজের আগে অথবা এড কমপ্লিট হওয়ার পরে কোন পেমেন্ট গ্রহণ করি না।
- যদি আপনার একটি ক্যাম্পেইনে একসাথে ৫০$ এর অধিক বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে এড এক্টিভ হলে ৫০% পেমেন্ট বা ফুল পেমেন্ট করার সুযোগ থাকবে।
- আমি প্রতারণার শিকার; এড কমপ্লিট হওয়ার সাথে সাথেই পেমেন্ট করে দিব - এমন অজুহাত অগ্রহণযোগ্য।
- ১০ / ১৫ মিনিট পরে পেমেন্ট দিচ্ছি - এমন অজুহাত চলবে না।
- পেমেন্ট করতে গড়িমসি করলে প্রাথমিকভাবে এড পুশ করা হবে। পরে পেমেন্ট করলে এড একটিভ করে দেওয়া হবে।
- কাজের আগে পেমেন্ট করলে সেটা গ্রহণ করে যথাসময়ে আপনার কাজ বুঝিয়ে দেওয়া হবে
- পেমেন্টের ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক মূলনীতি মেনে চলার অনুরোধ থাকবে।
পেমেন্ট রিটার্নঃ
- পেমেন্ট রিটার্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
- নিয়ম বহির্ভূত যেকোনো ভাবে এড পাবলিশ করে থাকলে আমরা পেমেন্ট রিটার্ন করতে পারি।
- রিটার্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনার সেই ক্যাম্পেইনের বাজেট ৫$+ হতে হবে। ৫$ এর কমে হলে সেই এড পুরো রান রাখতে হবে। পেমেন্ট রিটার্ন এর ক্ষেত্রে পুরো বাজেটের ১৫% ফি প্রযোজ্য।
- ফেসবুকের অফিশিয়াল সমস্যার কারণে যদি বারবার এড স্বাভাবিক রাখতে বাধা গ্রস্থ হই সে ক্ষেত্রে পেমেন্ট রিটার্ন হবে।
- বারংবার আমাদের পক্ষ থেকে কোন ত্রুটি দেখা দিলে।
- একটি এড Campaign এর যাবতীয় রুলস এবং মূলনীতি বিপরীত কাজ করে থাকলে ফলাফল ভালো না হলে রিটার্ন করব।
- আমাদের পরামর্শ না মেনে এড রান করে থাকলে সেই ক্ষেত্রে এর ফলাফল আপনার নিজের উপরই থাকবে।
- হঠাৎ ফেসবুকের সমস্যা থাকা সত্ত্বেও পেমেন্ট রিটার্ন গ্রহণযোগ্য নয়।
- আমাদের এড পলিসি বহিরীভূত কোন কাজ করলে পেমেন্ট রিটার্ন অগ্রহণযোগ্য।
- অ্যাড একটিভ হওয়ার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ভালো রেজাল্ট না আসলে পেমেন্ট রিটার্ন অগ্রহণযোগ্য।
- অ্যাড একটিভ হওয়ার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ভালো রেজাল্ট না আসলে পেমেন্ট রিটার্ন অগ্রহণযোগ্য।
- পেমেন্ট সংক্রান্ত আমাদের উপরে নিয়মের সাথে একমত পোষণ করে সেবা নেওয়ার অনুরোধ থাকবে।